নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার: নগরীর কাশিয়াডাঙা থানাধীন হড়গ্রাম নতুন পাড়া ও নগরপাড়া সিটি বাইপাসে গ্রামীণ ট্রাভেলস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
রোববার বিকাল চারটার দিকে মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় গ্রামীণ ট্রাভেলসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়।
জানা যায়, মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপার হওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্পটে নিহত হয়।
নিহতের নাম ওয়ালী (৬০) তার বাসা নগরীর কোট বুলনপুর। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন।
তিনি পেশায় একজন পিকআপ ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশ রাস্তা থেকে উদ্ধার করে। পরে কাশিয়াডাঙা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।