দীর্ঘ খরা কাটিয়ে দুর্দান্তভাবে নিজেকে জানান দিলেন কাজল

অনলাইন ডেস্ক : গত বছরের ২৫ অক্টোবর নেটফ্লিক্সে যখন ‘দো পাট্টি’ সিনেমাটি মুক্তি পায়- তখনই তার ভক্তরা ধরে নিয়েছিলেন, দীর্ঘ সাফল্যখরা কাটিয়ে উঠবেন কাজল। শশাংক চতুর্বেদি পরিচালিত ওই ড্রামা থ্রিলারে ইন্সপেক্টর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি।
চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই সতর্ক এ তনুজাকন্যা। সিনেমায় অভিনয়ের বিষয়ে চরিত্র নিয়ে কোনোরকম ছাড় দিতে নারাজ কাজল। সেই সংকল্পে স্থির থাকতে মনসুর খানের সুপারহিট সিনেমা জোশ-এ অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় বিষয়টি নিয়ে বেশ হইচইও পড়ে গিয়েছিল।
‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ ‘জানে তু ইয়া জানে না’র মতো সুপারডুপার হিট সিনেমার পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়! আসলে প্রস্তাবটি ছিল শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করা। কাজলের হিসাবটাও ছিল এখানেই।
যিনি সবেমাত্র ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, তিনি হবেন শাহরুখের বোন? এটা কাজল মেনে নেননি। পরে তিনি মিডিয়াকে বলেছিলেন, ‘ওটা ছিল আমার সঠিক সিদ্ধান্ত’। পরে ওই চরিত্রটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই।
২৭ জুন মুক্তি পাবে কাজল অভিনীত সিনেমা ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রয় প্রমুখ। এরপর মুক্তি পাবে কেওজি ইরানি পরিচালিত সিনেমা ‘সারজামিন’।
এতে কাজলের সঙ্গে অভিনয়ে রয়েছেন পৃত্থিরাজ সুকুমারান, জিহান হান্ডা প্রমুখ। এ বছরই মুক্তি পাবে কিন্তু তারিখ নির্ধারিত না হওয়া কাজল অভিনীত আরেকটি সিনেমার নাম ‘মহারানি : কুইন অব কুইন্স’।
এ সিনেমা নিয়ে কাজলভক্তদের আগ্রহ বেশি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। চরন তেজ উপলাপতি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ প্রমুখ। ধারণা করা হচ্ছে, তিনটি সিনেমার মধ্যে অন্তত দুটি সিনেমা ব্যবসাসফল হবে।
পঞ্চাশ বছর বয়স কাজলের তেত্রিশ বছর বয়সি কাজলের ক্যারিয়ার নিয়ে এখন নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে এ সিনেমাগুলোর কারণে। তবে মিডিয়াকে পুরোনো কথার জবাব দিতেই যেন হয়রান হচ্ছেন এ নায়িকা। কাস্টিং-বিষয়ক গুজব যেন তার পিছু ছাড়ছে না।
কিছুদিন আগে নতুন করে কথা উঠেছে অনিল শর্মা পরিচালিত রোমান্টিক পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘গাদার : এক প্রেমকথা’ সিনেমায় আমিশা নয়, কাজলকেই প্রস্তাব করা হয়েছিল সকিনা’র চরিত্রে অভিনয়ের জন্য। কাজল অবশ্য সরাসরি এ গুজবের সমাধান করে দিয়েছেন। তার সোজাসাপ্টা জবাব, ‘আমাকে ওই সিনেমায় অভিনয়ের জন্য কেউ প্রস্তাবই দেননি।’