চাটমোহরে ভুট্টার নতুন জাত সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী কর্তৃক ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগে ভুট্টার নতুন জাত সম্প্রসারণ’ শীর্ষক মাঠ দিবস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়াতে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কেন্দ্র, বিডাব্লিউএমআরআই-এর রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জাহেরুল ইসলাম।
এছাড়াও উপজেলা কৃষি অফিস, চাটমোহরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে উপস্থিত কৃষকগণ বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ২-এর ফলন এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই জাতের ভুট্টা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।