াকা | এপ্রিল ২৭, ২০২৫ - ১০:১৯ অপাহ্ন

গান চুরির অভিযোগ এআর রহমানের বিরুদ্ধে

  • আপডেট: Sunday, April 27, 2025 - 12:55 pm

২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

অনলাইন ডেস্ক : ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পন্নিইন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেটি গড়িয়েছে আদালত পর্যন্ত।

একটি গান থেকে সুর চুরি করে তৈরি করা হয়েছে আরেকটি গান, যা শুনতে একই রকম লাগে—এমনটিই অভিযোগ করা হয় অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এআর রহমানের বিরুদ্ধে।

আর তাই এআর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে দুই কোটি টাকা দিতে বলেছেন দিল্লি হাইকোর্ট। একটি গানকে ঘিরে কপিরাইট মামলায় জড়িয়ে এ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে সুর চুরি করেছেন এআর রহমান— এমনই অভিযোগ করেছেন ফৈয়াজুদ্দিনের ছেলে ভারতীয় শাস্ত্রী সংগীতশিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেই ইস্যুতে এআর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে দুই কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে— ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকম লাগে।

ফৈয়াজের দাবি, ‘বীরা রাজা বীরা’র সুর, তাল ও লয় একেবারেই ‘শিবা স্তুতি’র কার্বনকপি। যদিও গানের কথা আলাদা। অন্যদিকে এআর রহমান বলেন, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি কম্পোজিশন। তাতে মিশে আছে ধ্রুপদ। তিনি আরও বলেন, ‘বীরা রাজা বীরা’ তাদের মৌলিক কম্পোজিশন। যেখানে রয়েছে পাশ্চাত্য সংহীতের মিশেল। ২২৭টি স্তর আছে গানের।

এ নিয়ে পানি কোন দিকে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS