াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:০ পূর্বাহ্ন

কক্সবাজারের-১ এর সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

  • আপডেট: Sunday, April 27, 2025 - 7:32 pm

অনলাইন ডেস্ক: কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।

তিনি ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

Hi-performance fast WordPress hosting by FireVPS