এএইচএফ কাপে হকিতে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হলেও টুর্নামেন্টের তৃতীয়স্থান নিশ্চিত করে ব্রোঞ্জ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২৭ এপ্রিল) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে কাজাখস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ।
সেইসঙ্গে ব্রোঞ্জ নিজেদের করে নেয় তারা প্রথম কোয়ার্টারে ম্যাচের তিন মিনিটে আরশাদ হোসেন ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন।
এরপর তৃতীয় কোয়ার্টারে ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল করে ব্যবধান বাড়ান। আর চতুর্থ কোয়ার্টারে ৪৭ মিনিটে রাকিবুল হাসান ফিল্ড গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।