াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:১ পূর্বাহ্ন

অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী নেহা

  • আপডেট: Sunday, April 27, 2025 - 7:18 pm

অনলাইন ডেস্ক: ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়ও। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।

কিছুদিন আগে ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন বলে আলোচনায় আসেন তরুণ এ অভিনেত্রী। যদিও শেষপর্যন্ত সিনেমাটিতে থাকছেন না তিনি।

সম্প্রতি জানা যায়, এ অভিনেত্রীর বাবা ক্যানসার আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য আজ রোববার (২৭ এপ্রিল) বাবাকে নিয়ে ভারত যাচ্ছেন তিনি।

নেহার বাবার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসকরা দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য গতকাল শনিবারই রওনা হয়েছিলেন তিনি।

তবে কাগজপত্র ঠিক নেই দাবি করে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাদের। ফেসবুকে লাইভে এসে কাঁদতে কাঁদতে সেই কথা জানান নেহা।

সব জটিলতা কাটিয়ে অবশেষে রোববার বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হবেন বলে নিশ্চিত করলেন নেহা। তিনি বলেন, ‘এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হবো।’

নেহা শনিবার বিকেলে নিজের ফেসবুকে লাইভে আসেন। সেখানে তিনি জানান, তার সরকারি কর্মকর্তা বাবার এনওসির (নো অবজেকশন লেটার) মেয়াদ ছিল না। সেজন্য তাদের আটকে দেওয়া হয়েছিল।

ভিডিওতে তিনি বলেন, ‘আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়। সেসময় এনওসি নেওয়া হয়েছিল।

এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ।

তারা নানান রুলসের কথা শোনাচ্ছে। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।’

Hi-performance fast WordPress hosting by FireVPS