ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৪:১১ পূর্বাহ্ন

অপ্রচারের অভিযোগে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:04 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে আওয়ামী লীগের দোসর ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথিত একজন সাংবাদিকের চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন।

রোববার বিকালে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা জিয়া চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু।

তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার আনাচে-কানাচে থাকা পতিত সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজি, চাঁদাবাজি করছে। এমনকি সাংবাদিকতার মতো মহান পেশার নাম ভাঙিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান ফারুক সুমন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন।

উপস্থিত ছিলেন, পৌর সভাপতি আজিজ মন্ডল, বিএনপির আহ্বায়ক, হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব হাসান রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিক মন্ডল, বিএনপি নেতা সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম রেজা, সাবেক উপজেলা যুবদলের মাইনুল ইসলাম, সা.সম্পাদক শফিকুল ইসলাম আজম, জেলা যুবদলের সদস্য রেন্টু, কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল হক রেন্ট,ু ছাত্রদল নেতা সাকিব, রিমন প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS