ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ২:০৪ পূর্বাহ্ন

লালপুরে ভোক্তা অধিকারের অভিযান জরিমানা

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:29 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) নাজমুল হাসান এ জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) নাজমুল হাসান জানান, রোববার দুপুরে উপজেলার লালপুর বাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের ধারা: ৩৭ ও ৪২ মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাতকরণের অপরাধে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী কোরবান আলীকে ৪০ হাজার টাকা ও বর্ষা আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী আনোয়ারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS