াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

রাজশাহী কলেজ রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

  • আপডেট: Sunday, April 27, 2025 - 12:21 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ১৯ জন রোভার ও ১২ জন গার্ল-ইন-রোভার দীক্ষা গ্রহণ করেন।

শনিবার রাষ্টবিজ্ঞান ভবনের সামনের মাঠে আনুষ্ঠানিক ভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

রাজশাহী কলেজ রোভার গ্রুপের সম্পাদক প্রফেসর ডা. হাসনা আরা বেগমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর যহুর আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড.  সেরাজ উদ্দিন, রাজশাহী কলেজ রোভার স্কাউট আরএসএল ও বিভাগীয় রোভার স্কাউট নেতা ড. জহিরুল ইসলাম, রাজশাহী জেলা রোভারের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী ও কলেজ রোভার স্কাউট আরএসএল ড. ফাহমিদা আক্তার কুস্তরী।

Hi-performance fast WordPress hosting by FireVPS