পুলিশ লাইন্স স্কুলের মেধাবী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪ এর শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আরএমপির পুলিশ কমিশনার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননা তুলে দেন এবং তাঁদের সফল্য কামনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করার কথা বলেন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন করার কথাও বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও তাদের মনোযোগী হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে হবে।
এবার মোট ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৬ জন এবং এসএসসি পরীক্ষার্থী ১০ জন। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এদিকে হকিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রাজশাহী পুলিশ লাইন্স স্কুলকে সংবর্ধনা দিলেন আরএমপি পুলিশ কমিশনার।
এ অর্জনের ফলে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ২০০৩ সাল হতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে রেকর্ড পনেরো বারের মত চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ সম্মান অর্জন করেছে।
এ অন্যান্য অর্জনে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রতিষ্ঠানটির খেলোয়াড়বৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকদের অভিনন্দন জানান।