াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৩:০২ পূর্বাহ্ন

নগরীতে বগুড়া জেলা সমিতির ঈদ পুনর্মিলনী উদযাপিত

  • আপডেট: Sunday, April 27, 2025 - 12:17 am

স্টাফ রিপোর্টার: নগরীতে বগুড়া জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী নগরীর পোস্টাল একাডেমি প্রাঙ্গণে র‌্যালি, খেলাধুলা, র‌্যাফেল-ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দ উদযাপন করা হয়েছে। এ মিলনমেলায় ৫’শ জন বগুড়াবাসী অংশগ্রহণ করে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.  হাছানাত আলী।

ব্র্যাক লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার ও বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক শামীম আহসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল  রাকিব বিশ্বাস উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS