াকা | এপ্রিল ২৭, ২০২৫ - ১:৩৪ অপাহ্ন

শিরোনাম

বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ

  • আপডেট: Saturday, April 26, 2025 - 10:56 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলিকে (৩০) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল আলীর বিরুদ্ধে।

আহত রুলি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। গত বৃহস্পতিবার পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে রুলি হাসপাতালে ভর্তি হয়। রুলি জানায়, বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করে সে।

তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। গত মঙ্গলবার বিকালে তার প্রেমিক পুঠিয়া সদর ইউনিয়নের ইউপির সদস্য রুবেল তাকে বিয়ে করার কথা বলে রাজশাহীতে খালার বাড়িতে নিয়ে যায়।

পরে রুবেলের খালা তাদেরকে বাড়ি থেকে বের করে দিলে গত মঙ্গলবার রাতেই কান্দ্রা গ্রামের বাড়িতে নিয়ে আসার পর রুবেল ও তার স্ত্রী মায়া তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানায় রুলী বেগম।

এদিকে রুবেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী মায়া তার স্বামীর প্রেমিকা রুলিকে মারধরের বিষয়টি অস্বীকার করে। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যায়।

তখন তার প্রেমিকা রুলিকে ঘরে অবস্থান করতে দেখেছি। রুলির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি। পরে রুবেল তাকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে নিয়ে যায়।

বিয়ে না করে রুলিকে মারধরের করেছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS