ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

পুলিশ আইন সংশোধন হলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না: ডিআইজি শাজাহান

  • আপডেট: Saturday, April 26, 2025 - 11:39 pm

চাঁপাই ব্যুরো: পুলিশের সংস্কারে ধীরগতি নিয়ে সংস্কার কমিশনসহ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেছেন, কোন সরকারই পুলিশ আইন সংশোধন করবে না, কারণ আইন সংশোধন হলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না।

শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে সুধী সমাবেশ এসব কথা বলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এ সুধী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান।

মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশে অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ আইন- ১৮৬১’ পরিবর্তন হয়নি। কোন সরকার এটা করিনি, করবে না এটি নিশ্চিত থাকতে পারেন, যে-ই ক্ষমতায় আসুন। আগামীতেও কেউ করবেনা। কারণ আইন সংশোধন করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না।

পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে উনারা অবৈধ কাজ করতে পারবেন না। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়েই আলোচনা-সমালোচনা হচ্ছে।

কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোন আলোচনা হয়েছে তা আমার নজরে পড়েনি।

এসময় সমাবেশের উপস্থিত সূধীজনদের করা ২৮টি অভিযোগের উত্তর দেন (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাসসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Hi-performance fast WordPress hosting by FireVPS