ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ১১:৫৮ অপরাহ্ন

হার্ট ফাউন্ডেশনের ভোট চলছে

  • আপডেট: Saturday, April 26, 2025 - 2:41 pm

অনলাইন ডেস্ক: আজ শনিবার সকাল থেকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহন সুষ্ঠভাবে চলছে।
বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর লক্ষ্মীপুর এলাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নিজস্ব ভবনে ভোটারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন।

মান্নান-খোকন ও হাসেন প্যানেল এবং আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর এই দুটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে ভোটার সংখ্যা ৭৯৭জন।

উল্লেখ্য নির্বাচনে যুগ্ম সম্পাদকের দুটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় লিয়াকত আলী ও তরিকুল ইসলাম স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।