াকা | এপ্রিল ২৭, ২০২৫ - :১১ পূর্বাহ্ন

স্ত্রীর করা মামলায় ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা করিম কারাগারে

  • আপডেট: Saturday, April 26, 2025 - 11:00 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৩য় স্ত্রীর করা যৌতুকের মামলায় পাহাড়পুর ইউনিয়নের ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল করিম ওরুফে চয়েন উদ্দিন করিম ওরুফে চিংকু নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার বিকালে বদলগাছী থানা পুলিশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত আব্দুল করিম ওরুফে চয়েন উদ্দিন করিম গোয়ালভিটা গ্রামের গজিম উদ্দিনের ছেলে।

তিনি পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বদলগাছী উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেটের অনুসারী।

 পুলিশ জানায়, ইউপি সদস্য করিমের ৩য় স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন।

আদালত ২০২৪ সালে করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী শনিবার দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে থানায় জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে ডেলিভারি সার্ভিস ঘরে মিটিং করছিলো।

এসময় তাকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS