াকা | এপ্রিল ২৭, ২০২৫ - ৫:০৭ পূর্বাহ্ন

লালপুরে জামায়াতের গণসংযোগ

  • আপডেট: Saturday, April 26, 2025 - 10:58 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দাওয়াতী অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সকাল দশটা থেকে রামকৃষ্ণপুর চিনি বটতলা থেকে শুরু হয়ে কসাই পাড়া, গুড়পট্টি, কাউন্সিলের মোড়, মাইক্রো স্ট্যান্ড, থানা গেট, হাসপাতাল গেট ও লালপুর বাজারের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও দাওয়াত দেয়া হয়।

দাওয়াতী কাজে অংশ নেন উপজেলা জামায়াতের আমির ও নাটোর-১ আসনে (লালপুর বাগাতিপাড়া) জামায়াতে প্রার্থী  মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সদর ইউনিয়ন আমির কামারুজ্জামান চঞ্চল, সেক্রেটারি মাহাতাব আলী, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবু সাঈদ প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS