াকা | এপ্রিল ২৭, ২০২৫ - ৫:১০ পূর্বাহ্ন

পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে মারা গেলেন নারী

  • আপডেট: Saturday, April 26, 2025 - 11:13 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে অজ্ঞাত (৪০) পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার পরিচয় জানাতে পারেনি।

শনিবার দুপুর দুইটার দিকে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর মাঠে এ ঘটনা ঘটে। হঠাৎ এক নারীকে মাথা ঘুরে পড়ে যেতে দখে অন্য দর্শনার্থীরা তার দিকে ছুটে আসে। কিন্তু ঘটনাস্থলে সে মারা যায়।

তার লাশ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, এক নারীর মৃত্যুর খবর শুনে সেখানে যেয়ে তার লাশ দেখতে পাই। তার সাথে কোনো আত্মীয় ^জন ছিল না।

পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর লাশ পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক অফিসার) ডা. জনাব আলী মুস্তাফিজ জানান, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে, এমনটাই ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ওই নারীর লাশ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিচয় জানতে পারিনি। তার ছবি দেখে কেউ চিনতে পারে কিনা সেটা ভাবছি। তা নাহলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS