নগরীতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের যৌথ উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে।
শনিবার নগরীর শ্রীরামপুরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ইসমাইল হক।
এসময় বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পে রাজশাহীর শ্রীরামপুর এলাকার দুই শতাধিক পরিবারের প্রাণীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান হয়।
এছাড়া কৃমিনাশক ও পুষ্টিকর সাপ্লিমেন্ট বিতরণ করা হয়। এর আগে “প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় সবার অংশগ্রহণ” শ্লোগানে একটি সচেতনতামূলক র্যালি বের হয়।