চাঁপাইয়ে র্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ ইউসুফ আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর একটি দল।
গ্রেপ্তারকৃত যুবক হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের আব্দুল বাসিরের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মরা নদী ও পদ্মার মুখ এলাকা থেকে ইউসুফ আলীকে গত শুক্রবার আটক করে র্যাব।
র্যাব-৫ এর অধিনায়ক আরও জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মাদকের একটি চালান সরবরাহ করা হবে।
এসময় র্যাবের দলটি পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে পদ্মার মুখ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামানো হয়।
পরবর্তীতে তল্লাশি করে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। এই আড়াই কেজি হেরোইন, একটি মোটরসাইকেলসহ ইউসুফ আলীকে আটক করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু শেষে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও র্যাব জানায়।