াকা | এপ্রিল ২৭, ২০২৫ - ২:৩ পূর্বাহ্ন

খোকসায় বিএনপি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, April 26, 2025 - 7:19 pm

অনলাইন ডেস্ক : বিএনপি’র খোকসা উপজেলা, পৌরসভা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলার খোকসার কমলাপুরে রুমিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতা কর্মীরা এ মতবিনিময় সভার আয়োজন করেন।

খোকসা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠতা সভাপতি মোজাফফর-উজ-জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

এতে  বিশেষ অতিথি ছিলেন, খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ,  কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামসুল জাহিদ, খোকসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন।

সভায় আরও উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমিনুর রহমান মমিন, বেতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনোহর আলী প্রমুখ।

এছাড়াও সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে সম্মাননা প্রদান করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের খোকসা উপজেলা শাখার প্রাক্তন নেতাকর্মীরা।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS