রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নির্বাচন: পূর্ণ প্যানেলে মান্নান-খোকন ও হাসেন পরিষদের জয়লাভ

স্টাফ রিপোর্টার: রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ২০২৫-২০২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনে মান্নান-খোকন ও হাসেন পরিষদের পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন।
শনিবার দিনব্যাপী লক্ষ্মীপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নিজস্ব ভবনে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীদের বেছে নেন ভোটাররা। কার্যনির্বাহী পরিষদের ২৪ পদের বিপরীতে ৪১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ৭৯৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৫১ জন, ভোট বাতিল হয় ৬৩টি। কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে ৩২৬টি ভোট পেয়ে জয়লাভ করেন আব্দুল মান্নান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আতাহার আলী পেয়েছেন ৬৩ ভোট। সহ-সভাপতি-১ খন্দঃ এনায়েত হোসেন বাবু, সহ-সভাপতি-২ হাসেন আলী, সহ-সভাপতি-৩ মাকসুদুল করিম ও সহ-সভাপতি-৪ অধ্যাপক হাসনীন খালেক।
সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান খোকন ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শাহ মো. বদরুদ্দোজা পেয়েছেন ৭১ ভোট।
যুগ্ম সম্পাদক-১ লিয়াকত আলী ও যুগ্ম সম্পাদক-২ ইসলাম স্বপন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, স্বাস্থ্য সম্পাদক পদে ডা. আবু হেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক পদে একে মাসুদ। নির্বাহী সদস্য পদে ডা. শাহাদাৎ হোসেন রওশন, ডা. ওয়াসিম হোসেন, ডা. এম মুর্শেদ জামান মিঞা, প্রফেসর ডা. আবু রকর সিদ্দিক, প্রফেসর ডা. লতিফুর রহমান, খোন্দকার আবুল কাসেম, সেলিম রেজা খান, ডা. মনিরুল হক, অধ্যাপক ডা. মুহাম্মদ আতাউল হক, আককাস আলী, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু ও গাজীউল আলম রুমী জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়ার সহকারী কমিশনার জুয়েল আহমেদ, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ ও নির্বাচন পরিচলনা কমিটির সদস্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুর কাদের।