হার্ট ফাউন্ডেশনের নির্বাচন আজ

স্টাফ রিপোটার: আজ সকাল থেকে ন্যাশানাল হার্ট ফাউন্ডেশনের ২০২৫-২০২৮ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর বাকীর মোড় লক্ষ্মীপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর নিজেস্ব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মান্নান-খোকন ও হাসেন প্যানেল এবং আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর এই দুটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে ২৪ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য নির্বাচনে যুগ্ম সম্পাদকের দুটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় লিয়াকত আলী ও তরিকুল ইসলাম স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।