াকা | এপ্রিল ২, ২০২৫ - ৮:৪৯ অপাহ্ন

লালপুরে জমি জমা সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ১০

  • আপডেট: Friday, April 25, 2025 - 9:40 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জমি দখলকে কেন্দ্র করে ৪ নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদিমচিলান গ্রামে এবার উদ্দিন শাহর ছেলে হাজী জয়নাল উদ্দিনের সাথে আজাহার উদ্দিন শাহ এর ছেলে তসলিম উদ্দিন শাহ এর মধ্যে ৬ শতাংশ জমির দখলকে কেন্দ্র কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উভয়ে উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ১০ জন আহত হয়েছেন ।

আহতরা হলেন- হাজী জয়নাল উদ্দিন শাহ পক্ষের এবার উদ্দিনের ছেলে হাজী জয়নাল উদ্দিন শাহ (৬০), তয়জাল উদ্দিন শাহ (৫৫), কোরবান উদ্দিন শাহ (৫০), হাজী জয়নাল উদ্দিন শাহ এর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তয়জাল উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৪০), নাজমুল হোসেনের স্ত্রী শিল্পী (২১)।

তসলিম উদ্দিন শাহ পক্ষের আজাহার উদ্দিনের ছেলে তসলিম উদ্দিন শাহ (৫০), তসলিম উদ্দিনের স্ত্রী ফতেজান বেগম (৪৫), আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৩৬), আব্দুল বোনের ছেলে আবু তাহের (৬০) । নিজ-নিজ স্বজনরা আহতদের উদ্ধার করে দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এরমধ্যে গুরুতর আহত অবস্থায় হাজী জয়নাল উদ্দিন শাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS