াকা | এপ্রিল ২, ২০২৫ - ১২:১৯ অপাহ্ন

নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Friday, April 25, 2025 - 11:14 pm

স্টাফ রিপোর্টার: নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার বাদ জুমা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে দলটির রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

জুমার নামাজ শেষে জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেব বাজার, সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্ট এসে সমাবেশ করে।

সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল ও সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। নারী-পুরুষের জন্য সমান অধিকারের নামে কুরআন ও সুন্নাহবিরোধী আইন তৈরির প্রস্তাবনা ও অপচেষ্টা বাংলাদেশে নতুন নয়।

আগেও চেষ্টা হয়েছে এবং দেশের সচেতন ধর্মপ্রাণ সচেতন নাগরিকদের প্রতিবাদের মুখে তা ব্যর্থ হয়েছে। নতুন করে আবারও সেই চেষ্টাই করা হচ্ছে। ইসলামে উত্তরাধিকারের বিধান সুনির্ধারিত।

এতে কোনো রকম রদ-বদল করার অধিকার কারও নেই। সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার সভাপতি হযরত মুফতি নুর মুহাম্মদ ও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন।

Hi-performance fast WordPress hosting by FireVPS