াকা | এপ্রিল ২, ২০২৫ - ৮:৩৮ পূর্বাহ্ন

১২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

  • আপডেট: Friday, April 25, 2025 - 10:13 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুরে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় হাসপাতালে দুর্ঘটনায় আহত ছেলে বিকাশ কস্তারের (৪২) মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে ওইদিন রাত ১১টায় তার বাবা মন্টু কস্তা (৭৬) মারা যান।

গতকাল শুক্রবার উপজেলার ভবানীপুর খ্রিষ্টান কবরস্থানে তাদের সমাহিত করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জোয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর জানান, বিকাশ কস্তা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ইস্টার সানডে উপলক্ষে তিনি ছুটিতে বাড়িতে আসেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হারোয়া ইক্ষু বিক্রয় কেন্দ্রের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

এদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে বাবা মন্টু কস্তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনিও মারা যান। শুক্রবার সকালে ভবানীপুর সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জায় একইসঙ্গে দুজনের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে পাশাপাশি বাবা-ছেলের লাশ দাফন করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS