ঢাকা | মে ২২, ২০২৫ - ৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম

মান্নান-খোকন ও হাসেন পরিষদের প্যানেল পরিচিতি

  • আপডেট: Friday, April 25, 2025 - 12:08 am

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নির্বাচন

স্টাফ রিপোটার: আমাদের অঙ্গিকার যদি ঠিক থাকে, তাহলে আগামী ৬ মাসের মধ্যেই রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশু ইউনিট ও ওপেন হার্ট সার্জারী চালু করা হবে।

বৃহস্পতিবার নগরীর একটি কনভেশন হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ২০২৫-২০২৮ ত্রি-বার্ষিক নির্বাচনে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতি প্রার্থী আব্দুল মান্নান একথা বলেন।

সভাপতি প্রার্থী আব্দুল মান্নান বলেন, আমাদের প্যানেল জয়লাভ করলে আমরা আজীবন সদস্যসহ সকল সদস্যদের স্মার্ট ডিজিটাল কার্ড প্রদান করবো এবং অতিশীঘ্রই সকলকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করবো।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী হাসেন আলী। এসময় আরো বক্তব্য রাখেন, বর্তমান পরিষদের সভাপতি প্রফেসর ড. হবিবুর রহমান বক্তব্য রাখেন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সম্পাদক মিজানুর রহমান খোকন, প্যানেলের সহ-সভাপতি অধ্যাপক হাসনীন খালেক, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুগ্ম সম্পাদক লিয়াকত আলী তার বক্তব্যে এই নির্বাচনে ভোট প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় ভোটারদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের এই প্যানেলে ৯ জন চিকিৎসক রয়েছেন এবং বাকি প্রার্থীরাও যোগ্য। এই প্যানেল জয়লাভ করলে অতিশীঘ্রই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সম্প্রসারিত করে ১০তলা বিশিষ্ট ভবনে রুপান্তরিত করা হবে। উন্মক্ত আলোচনায় বক্তব্য রাখেন অ্যাড. কেএম ইলিয়াস ও অ্যাড. এন্তাজুল হক বাবু।

উল্লেখ্য নির্বাচনে যুগ্ম সম্পাদকের দুটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় লিয়াকত আলী ও তরিকুল ইসলাম স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

মান্নান-খোকন ও হাসেন প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুল মান্নান, সহ-সভাপতি পদে হাসেন আলী, মাকসুদুল করিম, খন্দঃ এনায়েত হোসেন বাবু ও অধ্যাপক হাসনীন খালেক, সাধারণ সম্পাদক পদে খন্দকার মিজানুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক পদে লিয়াকত আলী ও তরিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, স্বাস্থ্য সম্পাদক পদে ডা. আবু হেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক পদে একে মাসুদ, নির্বাহী সদস্য পদে ডা. শাহদাৎ হোসেন রওশন, ডা. ওয়াসিম হোসেন, ডা. এম মুর্শেদ জামান মিঞা, প্রফেসর ডা. আবু রকর সিদ্দিক, প্রফেসর ডা. লতিফুর রহমান, খোন্দকার আবুল কাসেম, সেলিম রেজা খান, ডা. মনিরুল হক, অধ্যাপক ডা. মুহাম্মদ আতাউল হক, আককাস আলী, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু ও গাজীউল আলম রুমী।

এদিকে, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করা হয়েছে।

 বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর মিঠুর মোড়ে নির্বাচন ক্যাম্প অফিসে আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন কোষাধ্যক্ষ পদের প্রার্থী আব্দুস সবুর।

আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদে প্যানেলে সভাপতি পদে অধ্যাপক ডা. আতাহার আলী, সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি, সহ-সভাপতি ডা. ইয়াসমিন খালেক, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি ডা. এনতেখাব-উল-আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা, কোষাধ্যক্ষ আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক জাকীউর রশি, প্রচার ও জনসংযোগ সম্পাদক হেদায়েতুল ইসলাম (তারিফ), স্বাস্থ্যসেবা সম্পাদক ড. ফকরুল ইসলাম ও দপ্তর সম্পাদক আবুল বাসার পল্টু। নির্বাহী সদস্য পদে জাহিদ হোসেন, খোবায়েবুর রহমান, মুখলেসুর রহমান শাহ, আতিকুর রহমান, ড. মোহাম্মদ তৌফিক আলম ও ডা. এম মুর্শেদ জামান মিঞা।

Hi-performance fast WordPress hosting by FireVPS