কোকো সব কিছু বাদ দিয়ে ক্রীড়াজগৎ বেছে নিয়েছিলেন: মিলন

স্টাফ রিপোর্টার: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, রাজনীতিসহ সকল কিছু বাদ দিয়ে ক্রীড়া জগৎটাকে বেছে নিয়েছিলেন।
তিনি কোন প্রকার রাজনীতির সাথে যুক্ত না থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অবশেষে মৃত্যুবরণ করেন। তাকে পতিত সরকারের নির্দেশে অমানবিক নির্যাতন করে গুরুতর আহত করা হয়। পওে মালয়েশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শুক্রবার বিকেলে রাজশাহীর তরুন ঐক্যর আয়োজনে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ বর্তমানে সংকটময় মুহুর্ত অতিবাহিত করছে। এখন পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে আসেনি। এদিকে একটি দল নিজেদের অনেক দেশপ্রেমিক হিসেবে গর্ব করছে। সেইসাথে বিএনপি’র নামে কুৃৎসা রটাচ্ছে।
এদের থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ স্বাধীন করতে যেমন লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিলেন ও আহত হয়েছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচার পতনের ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হাজার হাজার ছাত্র-জনতা নিহত ও আহত হন।
যারা প্রান দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতের দ্রুত সুস্থ্যতা লাভের জন্য দোয়া করেন তিনি। সেইসাথে ঐক্য অটুট রাখার আহ্বান জানান মিলন।
বক্তব্য শেষে তিনি বিজয়ী কোটিপতি একাদশ ও রানার-আপ মৌগাছি স্পোটিং ক্লাবের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। সেইসাথে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টের হাতে ক্রেস্ট তুলে দেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
উল্লেখ্য টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে। এর মধ্যে কোটিপতি একাদশ প্রথমে ব্যাট করে ১৫৬ রান করে। ১৫৭ রানের টার্গেট নিয়ে মৌগাছি স্পোটিং ক্লাব ১২১ রান করে আউট হয়ে যায়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।