াকা | এপ্রিল ২, ২০২৫ - ৮:২১ পূর্বাহ্ন

কাশিয়াডাঙা থানা শ্রমিকদলের কর্মীসভা

  • আপডেট: Friday, April 25, 2025 - 9:02 pm

স্টাফ রিপোটার: কাশিয়াডাঙ্গা থানা শ্রমিকদলের কর্মীসভা গতকাল শুক্রবার বিকেলে নগরীর হাইটেকপার্ক এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি সুমন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভার শুরুতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধক মহানগর বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও প্রধান বক্তা মহানগরের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি‘র আহ্বায়ক অ্যাড: বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, আমরা ১৭ বছর ধরে আন্দোলন করেছি এই স্বৈরাচার সরকার পতনের জন্য।

সেই আন্দোলন সফল হয়েছে স্বৈরাচার সরকার দেশ থেকে পালানোর মধ্যে দিয়ে। স্বৈরাচার সরকার পালানোর পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু বর্তমান সরকার সংস্কারের নামে বিভিন্ন তালবাহানা করছে। অতিশীঘ্রই নির্বাচনের পথে না হাঁটলে আমরা আবারো আন্দোলনের পথ বেছে নিব।

তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আবারো প্রস্তুত থাকবেন নির্র্বাচনের আন্দোলনের জন্য। বক্তব্য শেষে প্রধান অতিথি কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি সুমন আলী, সিনিয়র সহ-সভাপতি আবদুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাককে ফুল দিয়ে বরণ করেন।

এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা, কাশিয়াডাঙ্গা শ্রমিকদলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক ভুট্টু প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS