াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৭:১৯ অপাহ্ন

আকরাম হোসেন হত্যা মামলার মূল হোতা আসামী বিশাল ও নাহিদ কে গ্রেফতার।

  • আপডেট: Friday, April 25, 2025 - 1:50 pm

অনলাইন ডেস্ক: আকরাম হোসেন হত্যা মামলার মূল হোতা বিশাল ও নাহিদকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ ও র‌্যাব-১২, সিরাজগঞ্জের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন চরনাড়ুয়া এলাকা থেকে এজাহারভুক্ত মূলহোতা ২নং আসামী বিশাল (২৮) কে গ্রেফতার করে।

বিশাল

এছাড়াও র‌্যাব-৫, রাজশাহীর একটি দল আজ শুক্রবার গভীর রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন রেলগেট এলাকা হতে এজাহারভুক্ত সহযোগী ৬নং আসামী নাহিদ (২৫), কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS