রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।
কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটের প্রথম এবং দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৪৩ দশমিক ০৬ শতাংশ ও ৩৮ দশমিক ৩১ শতাংশ।
এ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ১৬২ জন। প্রথম শিফটে ৪৮ হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ১১৭ জন এবং দ্বিতীয় শিফটে ৪৮ হাজার ৮০ জনের মধ্যে ৪১ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।
এদের মধ্যে প্রথম শিফটে ১৭ হাজার ৭০৩ জন (৪৩.০৬%) এবং এবং দ্বিতীয় শিফটে ১৫ হাজার ৮২৬ জন (৩৮.৩১%) জন পরীক্ষার্থী পাস করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (১. চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, ২. মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, ৩. গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ কোনো পরীক্ষার্থীর অ ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে মেধা অনুসারে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না।
সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১১, ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে। এ দুই বিভাগের ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ৫ মে জানানো হবে। চারুকলা অনুষদের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১১ মে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ২টি গ্রুপ থেকে মোট ১ হাজার ৬৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
তাদের লিখিত পরীক্ষা আগামী ১১ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপযুক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম নিয়ে বিভাগভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখা যাবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।