সোনালী সংবাদ

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের ঘটনায় আরো দুজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে বাবা আকরাম হোসেন (৫২) খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে এ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার দুজন হলেন- তালাইমারি শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে বিশাল (২৮) ও জামালের ছেলে নাহিদ (২৫)। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর বেলপুকুর রেলগেট এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করে।

এছাড়া র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শাহাজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকা থেকে বিশালকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, এর আগে গত ১৮ এপ্রিল র‌্যাব-৫ এর একটি দল এ মামলার আসামি নান্টু (২৮) ও খোকন মিয়াকে (২৭) গ্রেপ্তার করে। এ মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার বিশাল ও নাহিদকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, নিহত আকরাম হোসেন পেশায় বাসচালক ছিলেন। তার মেয়েকে উত্যক্ত করার পর আকরাম হোসেন বখাটেদের পরিবারের কাছে নালিশ জানান।

এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা গত ১৬ এপ্রিল রাতে আকরাম হোসেন ও তার ছেলে ইমাম হোসেনের ওপর হামলা করে। ঘটনার সময় আসামি বিশাল আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে আকরামের মৃত্যু হয়।

এ ঘটনায় ছেলে ইমাম হোসেন সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।

Exit mobile version