াকা | এপ্রিল ২, ২০২৫ - ৪:৪৮ অপাহ্ন

বাঘায় আত্মহত্যা করা সেই কৃষকের পরিবারকে অর্থ সহায়তা দিলেন ইউএনও

  • আপডেট: Friday, April 25, 2025 - 10:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের নামের এক বৃদ্ধ।

আত্মহত্যার ১১ দিনের মাথায় শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আখতার রুহুল আমিনের পরিবারের খোঁজ খবর নেন এবং  খাদ্য ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০দিকে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে মৃত মীর রুহুল আমীনের বাড়িতে যান ইউএনও।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত মীর রুহুল আমীনের স্ত্রী মরিয়মের হাতে ৩০ কেজি চাল ও কিছু নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার এই প্রতিবেদককে বলেন, মৃত মীর রুহুল আমীনের পরিবারের ওপর যদি এনজিও টাকার জন্য চাপ দেয়, তাহলে উপজেলা প্রশসানের কাছে আবেদন করলে তাদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। উলেখ্য, গত সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন (৬০) নামের এক বৃদ্ধ। বৃদ্ধ ছিলেন পেঁয়াজ চাষি।

Hi-performance fast WordPress hosting by FireVPS