পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এবার ১৯টি বিশ্ববিদ্যালয়ে একসাথে গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাবিপ্রবিতে পরীক্ষার্থী ছিল ১ হাজার ১’শ ৮১ জন। উপস্থিতির হার ৯৫.১৭ শতাংশ।
পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.শামীম আহসান।
এ সময় পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বি ইউনিটের (মানবিক) পরীক্ষা আগামী ২ মে এবং এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আগামী ৯ মে সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।