াকা | এপ্রিল ২, ২০২৫ - ৮:৫২ অপাহ্ন

পাবনায় চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৩

  • আপডেট: Friday, April 25, 2025 - 9:38 pm

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৩জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় রা জানান, ডিগ্রির চরের শতবিঘা খাস জমি দখল ও চরের আধিপত্ত্য বিস্তার নিয়ে মুকুল মেম্বার ও ইয়াছিনের মধ্যে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার সকালে ইয়াছিনের লোকজন চরের জমি দেখতে গেলে মুকুল মেম্বারের লোকজন তাদের উপর হামলা চালায়।

হামলায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ তিনজনের মধ্যে পিল্লূ শেখ (২৫) ও ছুয়াইল হোসেন(২৪) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যান্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্ত্রিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS