ঢাকা | জুলাই ১০, ২০২৫ - ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবি

  • আপডেট: Friday, April 25, 2025 - 11:08 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫ সালের যে র‌্যাংকিং তালিকা প্রকাশ করেছে তাতে রাবির অবস্থান ৪০১-৫০০ এর মধ্যে।

এই তালিকায় এবার রাবিসহ বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ২৩ এপ্রিল টিএইচই’র ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়।

এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে ৩য় স্থান অধিকার করেছে।

র‌্যাংকিংয়ে রাবির অবস্থান প্রাপ্তিতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আগামীতে র‌্যাংকিংয়ে রাবির অবস্থান উন্নীত করার জন্য তিনি সকলের সচেতনতা ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।