াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

লালপুরে গভীর রাতে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

  • আপডেট: Thursday, April 24, 2025 - 10:17 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জেলা জজ আদালতের আইনজীবী সাধন কুমার দাসের (৪৮) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল।

গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চকবাদেকুল পাড়া মৃত ননী গোপাল দাসের ছেলে আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল বাড়ির বাইরে থাকা সিসি ক্যামেরার তার কেটে পেছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে। ডাকাত দল প্রথমে সাধন কুমারের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে হাত পা বেঁধে কুপিয়ে জখম করে।

এসময় তার ভাতিজা রিপন কুমার দাস (৩২) ও ভাতিজার স্ত্রী শ্রীমতি সুমি দাস (২১) তাকে বাঁচাতে আসলে ডাকাত দল তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। অস্ত্রের মুখে ডাকাতরা তাদেরকে জিম্মি করে নগদ ৩ লাখ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ২ টার দিকে সাধন কুমার তাকে ফোনে ডাকাতির বিষয়টি জানালে তিনি স্থানীয়দের নিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে সাধন কুমার ও রিপন কুমারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুরুজ্জামান শামীম।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক শাখা ঘটনাটি তদন্ত করছে, অপরাধীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

Hi-performance fast WordPress hosting by FireVPS