াকা | এপ্রিল ২৪, ২০২৫ - ৯:৪০ অপাহ্ন

রাজশাহীতে নারী উত্ত্যক্তকারী ৪ যুবকের খোঁজে পুলিশ, ১জন আটক

  • আপডেট: Thursday, April 24, 2025 - 4:42 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে প্রকাশ্যে গানের তালে নারীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিংয়ের ঘটনায় চার যুবকের সন্ধানে মাঠে নেমেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একাধিক ইউনিট।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ। এরপর থেকেই ভিডিওতে থাকা যুবকদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি তুলছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘সুমাইয়া’ নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘শুধুমাত্র এদের জন্যই সিএন্ডবিতে একা যেতে ইচ্ছা করে না। ইভেন বন্ধুর সঙ্গেও না। একপ্রকার যাওয়া বন্ধই করে দিয়েছি। এ রাস্তায় কী যে আনইজি ফিল হয়!’

ফারহানা আফরিন লোপা নামে আরেকজন লিখেছেন, ‘এখন সিএন্ডবিতে যেতেও ভয় লাগে, এতই বাড়ছে বখাটেদের অত্যাচার। এদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।’

এমন শত শত মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ। অনেকেই অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

এদিকে, আরএমপির নিজস্ব ফেসবুক পেজে চার যুবকের সন্ধানে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে তাদের শনাক্ত ও ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। যারা তথ্য দেবেন, তাদের নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই অভিযুক্তদের ধরতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে।’

এর আগে, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরের তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে বখাটেরা।

নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্তকারী একজন কে রাজপাড়া থানা কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
অন‍্যদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS