াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৪:১৯ পূর্বাহ্ন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পোরশায় সুমনের পরে চলে গেলেন আজিমও

  • আপডেট: Thursday, April 24, 2025 - 10:13 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: বেপরোয়া কাঁকড়া ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ নওগাঁর পোরশায় সুমনের পরে চলে গেলেন আজিমও।

গত বুধবার দুপুরের দিকে নাজমুল হক সুমন (২১) ও আজিম উদ্দিন (১৮) দুইবন্ধু মোটরসাইকেল যোগে নিতপুর থেকে পোরশার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন।

এসময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের নিতপুর ব্রীজ এলাকায় পৌঁছালে ইট ভাটার রাস্তা থেকে হঠাৎ করে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মেইন সড়কের ওপর উঠে পড়ে। এতে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। ফলে ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন।

আহত অবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১১টায় আজিম মারা যান। নাজমুল হক সুমন উপজেলার নিতপুর শিতলীডাংপাড়ার মজিবর রহমানের ছেলে ও আজিম উদ্দিন নিতপুর গোপাল গঞ্জ এলাকার মোতাহারের ছেলে।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে এ পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS