পুঠিয়ায় বিয়ের দাবিতে ইউপি সদস্যের বাড়িতে নারীর অনশন

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে ইউপি সদস্যের ঘরে তিনদিন ধরে অনশন করছেন জুলেখা আক্তার রুলি নামে (৩০) একজন নারী। গত মঙ্গলবার থেকে রুলি পুঠিয়ার ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের ঘরে গিয়ে উঠে। এদিকে সেই নারী রুবেলের ঘরে ওঠার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন রুবেল। পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
রুলি জানান, তার দু’টি সন্তান রয়েছে। এ অবস্থায় প্রতিবেশী স্থানীয় আওয়ামী নেতা ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের সাথে চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই থেকে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর মত তাকে ব্যবহার করছে সে।
কিন্তু সম্প্রতি বিয়ের জন্য রুলি রুবেলকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। তাই সে তিনদিন ধরে বিয়ের দাবিতে রুবেলের ঘরে অবস্থান করছে। ইউপি সদস্য রুবেলের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
তবে তার মা মমতা বেগম ছেলের সাথে রুলির সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেন। তাদের বিয়েতে তার সম্মতি রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুলিকে ঘরে অবস্থান করতে দেখেছি। রুলির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি।