চারঘাটে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে অসময়ে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মাণের দাবিতে এবং অবৈধ বালু উত্তোলন, চাঁদা দাবি বন্ধসহ থানা পুলিশের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির প্রতিরোধে স্থানীয় জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য দেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, হঠাৎ করেই অসময়ে পদ্মার ভাঙনে আজ নদীর পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। নদীর পাড়ের মানুষ বিগত ১৭ বছর নদীর বাধ নির্মাণের আশ্বাসের বাণী শুনতে শুনতে বোবা হয়ে গেছে। কোন সুফল পায়নি নদীর তীরের মানুষ। এখন মানুষ আর আশার বাণী শুনতে চাই না।
চাঁদ বলেন, চারঘাটে প্রকশ্যে বাড়ি ঘর ভাঙচুর হয়,লুটপাট হয়। আর স্থানীয় পুলিশ দর্শকের ভূমিকা পালন করে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের আইনের আওয়তায় আনছে না। পুলিশ শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। পুলিশ জনগণের জানমালের কোন নিরাপত্তা দিতে পারছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন প্রয়োগকারী সংস্থাকের জানাতে চায় আপনারা জনগণের বন্ধ হয়ে কাজ করুন।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক আবু সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক আহ্বায়ক বুলবুল হোসেন প্রমুখ।