শিবগঞ্জে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য সেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। গত বুধবার ও বৃহস্পতিবার শিবগঞ্জ ও কানসাট আমবাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা শিবগঞ্জ ও কানসাট এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি বলেন, কানসাট আমবাজার ও শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় বুধবার ও বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে পাঁচজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় মাদকসেবনের আলামত।
তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ২ মাস, তিনজনকে ১ মাস ও অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা গড়ে তোলার কোন বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।