াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ১:৪৩ পূর্বাহ্ন

মোহনপুরে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

  • আপডেট: Thursday, April 24, 2025 - 10:16 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দুইটায় মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার এম এ মান্নানের সঞ্চালনায় উপজেলার পুরনো হলরুমে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিকভাবে খোঁজ রাখতে হবে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি খাচ্ছে ইত্যাদি। বর্তমান সময়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি সহজলভ্য হওয়ায় কিশোর-কিশোরীরা কিশোর অপরাধ ও মাদকের সাথে খুব সহজেই পরিচিত হচ্ছে এবং জড়িত হচ্ছে। বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীদের ইসলামিক মূল্যবোধ শেখাতে হবে। যারা মাদক সেবন করে না, তারা স্বচ্ছ বিবেকের অধিকারী হয়। আর যারা মাদক সেবন করে তাদের বিবেকটা অস্বচ্ছ থাকে।

তাদের দ্বারা যে কোন ধরনের অপরাধ সংগঠিত করা সম্ভব। সেক্ষেত্রে কিশোর-কিশোরিদের মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখার জন্য পারিবারিকভাবে এবং সামাজিকভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে। মাদক ও কিশোর অপরাধ বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রামগুলো শুধুমাত্র ইনডোরে করলে হবে না। বরং আউটডোরে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রোগ্রামের আয়োজন করতে হবে। সর্বোপরি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ভূমিকা রাখার দাবি জানান উপস্থিত বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সরকারি প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS