বিশেষ অভিযানে ৬ জনসহ গ্রেপ্তার ২৬

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।
নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: ইয়াছিন (৭০), জেবর আলী (৫০), মো: আলামিন (২৮), আলাউদ্দিন (৩৫), আতাউর রহমান বাবু (৪৮) ও জকির হোসেন ওরফে আবু সাঈদ (৩২)।
ইয়াছিন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জাগির পাড়ার মৃত মুছার ছেলে। সে হরিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। জেবর আলী একই থানার ননখোলা এলাকার মৃত আহার উদ্দিনের ছেলে।
সে হরিয়ান ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। আলামিন রনহাট এলাকার সাইদুর রহমানের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন নলখোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
আতাউর রহমান কুখন্ডি শেখপাড়ার মৃত তাছেরের ছেলে ও জাকির হোসেন নলখোলা এলাকার জালাল উদ্দিন ওরফে মহসিন আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।