াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৩:২৩ পূর্বাহ্ন

পবায় সাড়ে ৩শ’ কৃষক  পেলেন প্রণোদনার পাটের বীজ ও সার

  • আপডেট: Thursday, April 24, 2025 - 11:30 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৩শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

পবা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে সাড়ে ৩শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে এক কেজি পাটের বীজ এবং ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS