াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৩:৩৩ পূর্বাহ্ন

নারীদের উত্ত্যক্ত করা ভিডিও ভাইরাল, নগরীতে তিন যুবক গ্রেপ্তার

  • আপডেট: Thursday, April 24, 2025 - 11:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করার ভাইরাল ভিডিওর তিন যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জুবায়ের হোসেন রাকিব (১৯), সবুজ (২০) ও রাজু (২১)। জুবায়ের হোসেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার  মোখলেছুর রহমান মুকুলের ছেলে, সবুজ রাজপাড়া থানার মহিষবাথান উত্তর পাড়ার রমজানের ছেলে ও আসামি রাজু (২১) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানার সায়েরগাছার আব্দুর রাজ্জাকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এবং সেই দৃশ্যটি তাদের পরিচিত একজন মোবাইল ফোনে ধারণ করে।

পরবর্তীতে সে ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই সঙ্গে আসামিদের নাম ও ঠিকানা চেয়ে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেয়া হয়।

পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সোয়া ১ টায় নগরীর কাশিয়াডাঙা মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জুবায়েরকে গ্রেপ্তার করে এবং দুপুর ২ টায় সবুজকে কাশিয়াডাঙা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে সম্পৃক্ত আরও একজন যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্যপ্রযুক্তি সহায়তায় গতকাল বিকাল সাড়ে ৪টায় নগরীর কাশিয়াডাঙা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির রাজু (২১) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানার সায়েরগাছার আব্দুর রাজ্জাকের ছেলে।

এই ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র নিন্দার সৃষ্টি হয়।

ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।

একই সঙ্গে আসামিদের নাম-ঠিকানা সংক্রান্ত তথ্য আহ্বান করে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়। আসামিদের গ্রেপ্তার করতে আরএমপি’র একাধিক টিম কাজ শুরু করে।

পরবর্তীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) নাসিদ ফরহাদের দিকনির্দেশনায় এসআই সাহাব উদ্দীন- আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় বিকাল সাড়ে ৪ টায় কাশিয়াডাঙা থানার সায়েরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজুকে গ্রেপ্তার করে।

পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মহানগরবাসী নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিশোর গ্যাং-এর উৎপাত ও নারীদের উত্ত্যক্ত কারিদের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান কামনা করেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS