ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, April 24, 2025 - 11:37 pm

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে সকল মতামত শোনেন এবং সমস্যাগুলোর যৌক্তিকতা বিবেচনায় তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সর্বদা আন্তরিক থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ।