াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ২:১০ পূর্বাহ্ন

মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে বাঁচলেন ৫ ছাত্রনেতা

  • আপডেট: Thursday, April 24, 2025 - 4:35 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি মাইক্রোবাস পুড়ে কঙ্কাল হয়ে গেছে। মাইক্রোবাসটিতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ ছাত্রনেতা। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কাজীহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি জেলার গোদাগাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। পথে এ দুর্ঘটনা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার সদস্য সচিব মো. রহমতুল্লাহ জানান, যে পাঁচজন গাড়িটিতে ছিলেন তারা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। সবার বাড়ি গোদাগাড়ী। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পেতে তারা ফরম নিয়ে গোদাগাড়ী থেকে ঢাকায় যাচ্ছিলেন।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণ হলেই সবাই গাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় মূহুর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এর আগেই গাড়িটি পুড়ে যায়।

Hi-performance fast WordPress hosting by FireVPS