ঢাকা | মে ১৫, ২০২৫ - ৯:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 11:48 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী সুরাইয়া খাতুন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, কারও কোনো অভিযোগ না থাকায় স্কুলছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS