াকা | এপ্রিল ২৪, ২০২৫ - ৫:১২ পূর্বাহ্ন

শরৎ কুমার রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, April 23, 2025 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র গবেষনা জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি কুমার শরৎ কুমার রায়ের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে বরেন্দ্র গবেষণা জাদুঘর হলরুমে এই আলোচনা ও স্মরণ সভা হয়। সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক আসলাম রেজার সঞ্চালনায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক, প্রফেসর ড.কাজী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সালেহ্ হাসান নকীব।

বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নান, মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু। মুখ্য আলোচক ছিলেন হেরিটেজ, রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী।

আয়োজিত অনুষ্ঠানে কুমার শরৎ কুমার রায়ের এই জাদুঘরের প্রতি অবদান, ব্যক্তিত্ব, সমাজ দেশ ও বাঙালিদের ইতিহাস উদঘাটন সহ শিক্ষার তাৎপর্য আলোকপাত করা হয়।